ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৮ বছর পর কাল ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন, উৎসবের আবহ

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১১:৩২, ৭ সেপ্টেম্বর ২০২৫
৮ বছর পর কাল ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন, উৎসবের আবহ

ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের জন্য প্রস্তুত করা হচ্ছে মঞ্চ

দীর্ঘ আট বছর পর আয়োজন করা হচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (৮ সেপ্টেম্বর) এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এত প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেওয়ার কথা রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যকে সামনে রেখে এবারের সম্মেলন বলে জেলা বিএনপির নেতারা জানিয়েছেন। 

আরো পড়ুন:

ঠাকুরগাঁও জেলা বিএনপির সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালে। এবারের সম্মেলনের জন্য স্কুলের মাঠজুড়ে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। শ্রমিকরা শেষ সময়ের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। শহরের প্রধান সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে অসংখ্য ব্যানার, ফেস্টুন ও পোস্টার।

ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরীফ বলেন, “সম্মেলনে সাধারণ সম্পাদক পদের জন্য চারজন এবং সভাপতি পদে একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই নেতৃত্ব নির্বাচিত হোক।”

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. পয়গাম আলী বলেন, “নেতৃত্ব বাছাই হোক ভোটের মাধ্যমে কিংবা সিলেকশনে—আমাদের কোনো আপত্তি নেই। সবাই ঐক্যবদ্ধভাবে সম্মেলন সফল করতে চাই।”

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন সরকার বলেন, “বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাইকে সঙ্গে নিয়ে এই সম্মেলনের আয়োজন করেছি। এটি হবে সফল ও ঐক্যবদ্ধ একটি আয়োজন।”

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যেই ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সম্মেলন সম্পন্ন হয়েছে। সেখানে নতুন কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কাঠামোতে গতি এসেছে বলে জানাচ্ছেন নেতারা। এবার জেলার সর্বোচ্চ ফোরামের এই সম্মেলনকে ঘিরে পুরো জেলার নেতাকর্মীদর মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুলুসহ কেন্দ্রীয় নেতারা। সম্মেলনের প্রথম অধিবেশনে উপস্থিত নেতারা বক্তব্য রাখবেন এবং দ্বিতীয় অধিবেশনে ঠাকুরগাঁও জেলা বিএনপির কমিটি গঠন করা হবে বলে নিশ্চিত করেছেন আয়োজকরা।

ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়