ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুরুষের পাশাপাশি নারীদের সমাজ উন্নয়নে এগিয়ে আসতে হবে: ফরিদা আখতার

কেরাণীগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:৩৮, ৭ সেপ্টেম্বর ২০২৫
পুরুষের পাশাপাশি নারীদের সমাজ উন্নয়নে এগিয়ে আসতে হবে: ফরিদা আখতার

কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রাণী ও প্রাণী খাদ্য বিতরণ করেন উপদেষ্টা ফরিদা আখতার

নিজে স্বয়ংসম্পূর্ণ হলে দেশ স্বয়ংসম্পূর্ণ  হবে, পুরুষের পাশাপাশি নারীদের সমাজ উন্নয়নে সমানভাবে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। 

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে কেরানীগঞ্জ মডেল থানার আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রাণী ও প্রাণী খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

ফরিদা আখতার বলেন, “পশু পালনের মাধ্যমে পরিবারে স্বচ্ছলতা আসে। আপনারা নিজের সন্তানের মতো হাঁস-মুরগি ও পশু মমতা দিয়ে পালন করেন। সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে পশু পালন করলে ক্ষতি কম হবে।” 

এ সময় তিনি ৬৪টি পরিবারের মধ্যে ২১টি করে হাঁস, ৬৯টি পরিবারের মাঝে ২৫টি করে মুরগি, ১০টি পরিবারের মধ্যে দুইটি করে ছাগল, ৭৪ টি পরিবারের মধ্যে তিনটি করে ভেড়া, মোট ২১৭ টি পরিবারের মাঝে প্রাণী ও প্রাণী খাদ্য বিতরণ করেন। 

প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ানের সভাপতিত্বে ও কেরানীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ড. মো. আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক স্কীন প্রজনন শাহ জামান খান, প্রাণী সম্পদ অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ফরিদা ইয়াসমিন, কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, কেরানীগঞ্জ পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ।

ঢাকা/শিপন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়