ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গণছুটিতে

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ৭ সেপ্টেম্বর ২০২৫  
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গণছুটিতে

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী গণছুটিতে থাকায় অফিস ফাঁকা দেখা যায়।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ, চাকরিচ্যুত ও বরখাস্তকৃতদের পুনর্বহালসহ চার দফা দাবিতে গণছুটিতে গেছেন বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা গণছুটিতে যান। 

সদর উপজেলার পোলঘাটে সমিতির প্রধান কার্যালয়ে গিয়ে দেখা গেছে, বিভিন্ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ ও চেয়ার ফাঁকা। অনেকে অফিস প্রাঙ্গণে আছেন কিন্তু কক্ষে বসেননি। প্রতিদিনের মতো গ্রাহকরা বিলসহ বিভিন্ন সেবা নিতে এসেছেন। এতে সেবাপ্রার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

আরো পড়ুন:

সেবা নিতে আসা গ্রাহক রুহুল আমিন বলেন, ‘‘সকালে এসেছিলাম বিল সংক্রান্ত কাজে। অফিসে কোনো লোকজন নেই। পরে ফিরে যাচ্ছি। আমার মতো অনেকে এসে ফিরে যাচ্ছে। আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই।’’

এ বিষয়ে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) শুশান্ত রায় মুঠোফোনে বলেন, ‘‘অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ছুটির আবেদন দিয়ে চলে গেছেন।’’

অফিসে কাজ না করা ও গ্রাহকদের ভোগান্তি নিয়ে কেউ কথা বলতে রাজি হননি। তারা ধারণা করছেন, গণমাধ্যমে বক্তব্য দিলে পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের শাস্তির আওতায় আনতে পারে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে গণছুটি কর্মসূচির ঘোষণা করেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার। এর অংশ হিসেবে সারা দেশে তারা গণছুটি কর্মসূচি পালন করছেন।

চার দফা দাবি হলো-
১. বিআরইবি-পিবিএস একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে এবং সব চুক্তিভিত্তিক/অনিয়মিত (মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, লাইন শ্রমিক ও পৌষ্য বিলিং সহকারী) কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, সব সংযুক্ত ও সাময়িক বরখাস্ত করা এবং অন্যায়ভাবে বদলি করা কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন বিষয়ে বিদ্যুৎ বিভাগের গঠিত কমিটির প্রতিবেদন বাস্তবায়নের করতে হবে।

২. ২০২৫ সালের ১৭ আগস্ট থেকে অদ্যাবধি হয়রানিমূলকভাবে চাকরিচ্যুত, বরখাস্ত করা ও সংযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিল করে আগের কর্মস্থলে পদায়ন করতে হবে।

৩. জরুরি সেবায় নিয়োজিত লাইনক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং শহীদ মিনারে অবস্থান কর্মসূচিকালীন যোগদান করতে না পারা পাঁচজন লাইনক্রুকে আগের কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করতে হবে।

৪. পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
 

ঢাকা/শহিদুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়