ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাটহাজারীতে সংঘর্ষের ঘটনার শান্তিপূর্ণ সমাধান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ৭ সেপ্টেম্বর ২০২৫  
হাটহাজারীতে সংঘর্ষের ঘটনার শান্তিপূর্ণ সমাধান

সংঘর্ষের ঘটনার শান্তিপূর্ণ সমাধান খুঁজতে হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ সভা হয়।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে অংশ নিয়ে ফেরার পথে লোকজনের সঙ্গে হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের সংঘর্ষের ঘটনায় শান্তিপূর্ণ সমাধান হয়েছে।

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিষয়ে বিশেষ সভা হয়। সভায় বিবাদমান দুই পক্ষের সম্মতিতে ঘটনার সমাধান হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মুমিন।

আরো পড়ুন:

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম শহরের জশনে জুলুসে অংশ নিয়ে ফেরার পথে লোকজনের হাটহাজারীতে হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অন্তত ৮০ জন আহত হয়। রাতে প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করে। আজ রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মুমিন জানান, সভার লক্ষ্য ছিল সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার শান্তিপূর্ণ সমাধান। সভায় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিবাদমান দুই পক্ষ এবং এলাকাবাসীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সবার মতামতের ভিত্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে, উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল ধর্মীয় অনুষ্ঠানসহ গণউপদ্রব নিরসনে পদক্ষেপ নেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে। 

ঢাকা/রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়