চাঁদপুরে নজড় কাড়ছে কাঠের তৈরি মসজিদ
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দক্ষিণ রাগৈ গ্রামে উদ্বোধন করা হয়েছে সম্পূর্ণ কাঠের তৈরি মসজিদ ‘রাগৈ কাঠের মসজিদ ও মাহাদ’। স্থানীয় ও প্রবাসীদের অর্থায়নে নির্মিত এই অনন্য স্থাপনা শুধু একটি ইবাদতের স্থানই নয়; এটি হয়ে উঠেছে ঐতিহ্যের স্মারক, ঐক্যের প্রতীক।
রবিবার (৭ সেপ্টেম্বর) মসজিদ উদ্বোধন করা হয়।
স্থানীরা জানান, প্রায় ৪০ বছরের পুরনো একটি টিনের মসজিদের স্থানে নির্মিত হয়েছে এই কাঠের মসজিদ। তাদের মতে, স্থাপত্যশৈলীর পাশাপাশি এটি একটি পূর্ণাঙ্গ কমিউনিটি পুনর্জাগরণের প্রতীক হয়ে উঠেছে। মসজিদের কাঠের দেয়াল ও সৌন্দর্য দেখে দর্শনার্থীরাও মুগ্ধ হচ্ছেন।
রাগৈ ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, কাঠের তৈরি এই মসজিদ শুধু একটি স্থাপত্য নিদর্শন নয়; বরং এটি আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা, ঐক্য ও মানবকল্যাণের জীবন্ত স্বাক্ষর। তারা মসজিদ, মা’হাদ এবং আসন্ন স্বাস্থ্য ও শিক্ষা প্রকল্পের সফলতার জন্য সবার কাছে বিশেষ দোয়া কামনা করেছেন।
ঢাকা/জয়/ইভা