ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ৮ সেপ্টেম্বর ২০২৫  
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। 

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা মহানগরীর বাসন থানা কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করেন।

শ্রমিকরা বলেন, “আমাদের জুলাই মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। আগস্ট মাসের বেতন আমরা এখনো পাইনি। সেপ্টেম্বর মাস চলে এসেছে। আমাদের কোনোভাবেই সংসার চালানো সম্ভব হচ্ছে না। তাছাড়া, বাড়িওয়ালা বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। কারখানার এসব তাল বাহানার বাড়ির মালিকদের বোঝানো যাচ্ছে না।”

শ্রমিকদের অভিযোগ, বকেয়া চেয়ে শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করেছে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

সোবহান নামে এক শ্রমিক বলেন, “আমাদের পাওনা টাকা আমাদের বুঝিয়ে দিতে হবে৷ আমাদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে৷”

গাজীপুর শিল্প পুলিশের (বাসন জোন) ইন্সপেক্টর ফারুকুল আলম বলেন, “সকাল পৌনে ৯টায় শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।” 

এ বিষয়ে আলিফ ক্যাজুয়াল লিমিডেটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। 

ঢাকা/রেজাউল করিম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়