ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরো ৪

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ৮ সেপ্টেম্বর ২০২৫  
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরো ৪

ফাইল ফটো

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওর‌ফে নুরাল পাগ‌লার দরবারে পু‌লি‌শের ওপর হামলার মামলায় আরো চারজন‌কে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) রা‌তে উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

এ নিয়ে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার (৮ সেপ্টেম্বর) জানিয়েছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রা‌শিদুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হ‌লেন- গোয়ালন্দের ফ‌কিরপাড়া গ্রা‌মের হেলাল উ‌দ্দিন শে‌খের ছে‌লে সাইফুল ইসলাম শুভ (১৯), জুড়ান মোল্লা পাড়ার আব্দুল মা‌লেক ফকি‌রের ছে‌লে সাগর ফ‌কির (২১), আদর্শগ্রা‌মের ছালা‌মের ছে‌লে বিল্লু ও ফ‌রিদপুর জেলার দী‌ঘিরচর এলাকার নিজাম উ‌দ্দি‌নের ছে‌লে ফের‌দৌস সরদার (৩৬)।

ওসি রাশিদুল ইসলাম বলেন, ‍“পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হলে রবিবার রাতে অভিযান চালিয়ে আরো চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ সোমবার আদালত সোপর্দ করা হবে। এনিয়ে মোট ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।”

গত শুক্রবার রাতে পুলিশের সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

ঢাকা/রবিউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়