খুলনায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:২৬, ৮ সেপ্টেম্বর ২০২৫
শারমিন রহমান শিখা
খুলনার খালিশপুর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শারমিন রহমান শিখাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে খালিশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির ইন্সপেক্টর তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিগত সরকার আমলে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক বকুলের বাড়ি ভাঙচুরের ঘটনায় শিখার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে।
তিনি আরো জানান, ঘটনার পর থেকে শিখা পলাতক ছিলেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে রবিবার তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ