ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

র‌্যাব দেখে পুকুরে ঝাঁপ, মাদক কারবারির মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৪:০৮, ৮ সেপ্টেম্বর ২০২৫
র‌্যাব দেখে পুকুরে ঝাঁপ, মাদক কারবারির মৃত্যু

ফাইল ফটো

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র‌্যাব দেখে পুকুরে ঝাপ দেওয়ার পর পানিতে ডুবে শাওন রেজা (২২) নামে এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহাবাজপুর গ্রামে ঘটনাটি ঘটে। শাওন একই গ্রামের নুরুল ইসলাম মন্ডলের ছেলে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

কামারখন্দ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের চিকিৎসক মমিন উদ্দিন বলেন, “হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়।” 

র‌্যাব-১২-এর উপ-অধিনায়ক মেজর আহসান হাবিব বলেন, “কামারখন্দে র‌্যাবের কোনো অভিযান ছিল না। র‌্যাবের গোয়েন্দা ইউনিটের মাঠকর্মীরা মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য গিয়েছিল। মূলত তাদের দেখে ভয়ে ওই যুবক পুকুরে ঝাঁপ দেন। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।”

ওসি আব্দুল লতিফ বলেন, “র‌্যাব-১২-এর সদস্যরা রবিবার সন্ধ্যায় শাহবাজপুর গ্রামে মাদক উদ্ধারে যান। স্থানীয়দের সঙ্গে কথা বলার এক পর্যায়ে র‌্যাব সদস্যদের দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন শাওন। এ সময় বাড়ি পাশে পুকুরে ঝাঁপ দেন তিনি। অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” 

তিনি আরো বলেন, “এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। কামারখন্দ থানায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি দায়ের করা মাদকদ্রব্য আইনের একটি মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন শাওন।”

ঢাকা/অদিত্য/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়