ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গরু ধান খাওয়ার জেরে হামলায় গৃহবধূ নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ৮ সেপ্টেম্বর ২০২৫  
গরু ধান খাওয়ার জেরে হামলায় গৃহবধূ নিহত

গরু ধান খাওয়াকে কেন্দ্র করে খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী গ্রামে প্রতিপক্ষের হামলায় রেখা রানী মন্ডল (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হামলার শিকার হন তিনি। 

দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুরারি হালদার জানান, রেখা রানীর একটি গরু মিলন গোলদারের ক্ষেতে প্রবেশ করে ধান খায়। এনিয়ে রেখা রানী মন্ডলের সঙ্গে মিলন গোলদারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেখার নাকে মুখে কিল- ঘুষি মারতে থাকেন মিলন। একপর্যায়ে রেখা অচেতন হয়ে পড়েন। তার নাক দিয়ে রক্ত ক্ষরণ হতে থাকে। খবর পেয়ে রেখার স্বামী বিষ্ণুপদ মন্ডল ঘটনাস্থলে গিয়ে দেখতে পান তার স্ত্রী মারা গেছেন। এসময় বিষ্ণু প্রতিবাদ করলে মিলন গোলদার তাকেও মারধর করে আহত করেন। 

দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়