ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবেক স্বামীকে ডেকে এনে মারধর, গ্রেপ্তার ৪

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ৮ সেপ্টেম্বর ২০২৫  
সাবেক স্বামীকে ডেকে এনে মারধর, গ্রেপ্তার ৪

সাবেক স্বামীকে ডেকে এনে মারধরের মামলায় গ্রেপ্তার তিন যুবক।

বরগুনার আমতলী উপজেলায় সন্তানকে দেখানোর কথা বলে ডেকে এনে সাবেক স্বামী ফরহাদ ইসলাম জয়কে লোক ভাড়া করে মারধর করেছেন তালাকপ্রাপ্ত স্ত্রী। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। 

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক ইফতি হাসান ইমরান জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, রবিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উতসিতলা এলাকায় এ ঘটনা ঘটে।  

অভিযুক্তরা হলেন, তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগম, সাকিল, রাকিবুল ইসলাম ও অলি হাওলাদার। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘‘সাবেক স্বামীর অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে মামলা নিয়ে আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  মামলার তদন্ত চলছে।’’  

ভুক্তভোগী স্বামী ফরহাদ ইসলাম জয় জানান, ২০১৬ সালে উতসিতলা এলাকার লাইজুর সঙ্গে তার বিয়ে হলেও দীর্ঘ ছয় বছর স্ত্রী বিদেশে ছিলেন। অনুমতি ছাড়া বিদেশে যাওয়ার কারণে গত ২৫ জুলাই তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে লাইজু তাকে হত্যার পরিকল্পনা করে আসছিলেন।

তিনি আরো বলেন, ‘‘রবিবার সন্ধ্যায় লাইজু মুঠোফোনে আমাকে জানায়, আমার মেয়ে আমার সঙ্গে কথা বলতে চায়। সরল বিশ্বাসে আমি উতসিতলায় গেলে লাইজু ও ভাড়াটিয়া কিশোর গ্যাং সদস্যরা আমাকে ঘিরে ফেলে এবং বেদম মারধর শুরু করে। স্থানীয়দের হস্তক্ষেপে হত্যাচেষ্টা ব্যর্থ হলেও হামলাকারীরা আমার মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।’’ 

এ ঘটনায় জয় বাদী হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে আমতলী থানায় মামলা করেন। এরপর গ্রেপ্তার সাকিলের স্বীকারোক্তির ভিত্তিতে লাইজু বেগমসহ আরো তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে।
 

ঢাকা/ইমরান/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়