মৌলভীবাজারে গণপিটুনিতে যুবক নিহত
মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
মৌলভীবাজারের বড়লেখায় চোর সন্দেহে গণপিটুনিতে সুমন আহমদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামের একজন আহত হয়েছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ডিমাই ওসমানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন সিলেট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হারিছ আলীর ছেলে। আহত জাহাঙ্গীর আলম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সুড়িখাল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিওসি কেছরীগুল গ্রামের স্বপন আহমদ খানের গ্যারেজ সোমবার ভোরে একদল চোর হানা দেয়। এ সময় চোরের দল গ্যারেজে থাকা তিনটি সিএনজিচালিত অটোরিকশা চুরি করে পালাচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে স্বপন আহমদ ডাক-চিৎকার করলে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। পরে দুজনকে চোর সেন্দহে ধরে গণপিটুনি দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত জাহাঙ্গীর আলমকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘‘চোর সন্দেহে দুজনকে ধরে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। এর মধ্যে, একজন মারা গেছেন। অন্যজন আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’
ঢাকা/আজিজ/রাজীব