ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুন্দরবনের অভয়ারণ্যে থেকে ২ জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:৪৪, ৮ সেপ্টেম্বর ২০২৫
সুন্দরবনের অভয়ারণ্যে থেকে ২ জেলে আটক

সুন্দরবনের অভয়ারণ্যে ঢুকে মাছ শিকারের অভিযোগে ২ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তিনটি ডিঙি নৌকা, তিনটি জাল ও ছয়টি বৈঠা জব্দ করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের দোবেকি মুক্ত বাংলা অভয়ারণ্য খাল থেকে তাদের আটক করা হয়।

আরো পড়ুন:

আটককৃতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের নওশের গাজীর ছেলে নওয়াব আলী (৫০) ও খুলনার কয়রা থানার মহারাজপুর গ্রামের আবু তালেব গাজীর ছেলে আবুল কাশেম (৫৫)।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘‘সুন্দরবনে প্রবেশ করে নিষিদ্ধঘোষিত দোবেকি অভয়ারণ্য এলাকায় মাছ শিকারকালে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’’

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়