ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই বিপ্লবের চেতনাকে বৃথা যেতে দেওয়া হবে না: অ্যাটর্নি জেনারেল

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২১:০৮, ৮ সেপ্টেম্বর ২০২৫
জুলাই বিপ্লবের চেতনাকে বৃথা যেতে দেওয়া হবে না: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘‘জুলাই বিপ্লবের চেতনাকে বৃথা যেতে দেওয়া হবে না। একটি সাংবিধানিক কাঠামো গড়ে তোলা হবে, যেখানে থাকবে ন্যায়বিচার এবং ভোটাধিকার।’’

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। সমিতির ভবনে আয়োজিত এই মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের উদ্দেশে পরামর্শমূলক বক্তব্য দেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘সরকারিভাবে আইনজীবীদের জন্য উন্নতমানের প্রশিক্ষণের ব্যবস্থা এবং সকল সুযোগ-সুবিধার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে সরকার ইতোমধ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে।’’

তিনি বলেন, ‘‘গত এক বছরে দেশে কোন গুমের ঘটনা ঘটেনি। ৭১ বা জুলাই-২৪ সাংঘর্ষিক নয়। ৭১ এর ধারাবাহিকতায় ২৪ এসেছে। অতীতে খুন-গুমের সঙ্গে জড়িতদের বিচার হবে।’’

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, পিপি মাইনুল আহসান পান্না, আলী আশরাফ মাসুম, মহানগর বিএনপির সাহেব আহবায়ক এরশাদ আলী ঈশা, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ও মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম।

ঢাকা/কেয়া/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়