ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তদন্তে গিয়ে ৩ পুলিশ মারধরের শিকার, আটক ২

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ৮ সেপ্টেম্বর ২০২৫  
তদন্তে গিয়ে ৩ পুলিশ মারধরের শিকার, আটক ২

পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

ছেলের বিরুদ্ধে বাবার দায়ের করা অভিযোগের তদন্ত করতে গিয়ে মানিকগঞ্জ সদর থানার তিন পুলিশ সদস্য মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার জাগীর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন, মানিকগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর কামাল হোসেন, পুলিশ কনস্টেবল সুজন মিয়া ও সাইফুল হোসেন।

আরো পড়ুন:

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত এবং তার পরিবারের কাছে মারধরের শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। অভিযুক্ত এবং তার ছেলেকে তৎক্ষণাৎ আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা করা হয়েছে।

মহেশপুর গ্রামের বাসিন্দা মঙ্গল হোসেন (৮০) তার সন্তানের নামে ভরণপোষণ না দেওয়া এবং বাড়ি থেকে বের করে দেওয়ার লিখিত অভিযোগ করেন। এ অভিযোগ তদন্তের জন্য রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সদর থানার এসআই কামাল হোসেন এবং দুই কনস্টেবল অভিযোগকারীর এলাকায় যান। সেখানে মঙ্গল হোসেনের ছেলে গিয়াস উদ্দিনের (৫৩) সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে অভিযুক্ত গিয়াস উদ্দিন এবং তার পরিবারের কাছে মারধরের শিকার হন ওই তিন পুলিশ সদস্য।

এ ঘটনা সদর থানা পুলিশকে জানালে অতিরিক্ত পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গিয়াস উদ্দিন ও তার ছেলে রনি মিয়াকে (১৮) আটক করে থানায় নিয়ে আসে।

আহত তিন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তারা চিকিৎসা নেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুস্তাফিজুর রহমান বলেন, ‘‘মারধরের শিকার হয়ে তিনজন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে এসআই কামাল হোসেন তুলনামূলক বেশি আহত হয়েছেন। তার নাক ফেটে গেছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’’

ঢাকা/চন্দন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়