ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় ডেঙ্গুতে প্রভাষকের মৃত্যু

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ৯ সেপ্টেম্বর ২০২৫  
বরগুনায় ডেঙ্গুতে প্রভাষকের মৃত্যু

ফাইল ফটো

বরগুনার বামনা সরকারি কলেজের প্রভাষক শাহানারা বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার আদ-দ্বীন হাসপাতালে মারা যান তিনি। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫ জনের। 

আরো পড়ুন:

শাহানারা বেগম বরগুনার পাথরঘাটার সরকারি হাজ্বী জালাল উদ্দিন কলেজের প্রভাষক মো. নিজাম উদ্দিনের স্ত্রী। তিনি পাথরঘাটা সদরের বাসিন্দা।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৫১ জন। এনিয়ে মোট শনাক্ত হয়েছেন ৬ হাজার ৪০১ জন রোগী। 

বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ রাইজিংবিডিকে বলেন, “প্রভাষক শাহানারা বেগমের মৃত্যুর খবর পেয়েছি। তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ডেঙ্গুতে মৃত্যুর হার কমাতে আক্রান্ত হবার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিকল্প নেই।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়