ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় সড়ক ভিন্ন দুর্ঘটনায় আইনজীবীসহ নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ৯ সেপ্টেম্বর ২০২৫  
কুষ্টিয়ায় সড়ক ভিন্ন দুর্ঘটনায় আইনজীবীসহ নিহত ২

আইনজীবী দেবরা খানম সারিকা

কুষ্টিয়ায় ভিন্ন দুর্ঘটনায় দেবরা খানম সারিকা নামে এক আইনজীবীসহ দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সকাল সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় অটোরিকশার সাথে বাসের ধাক্কায় মৃত্যু হয় আইনজীবী দেবরার।

পুলিশ জানিয়েছে, একটি মামলার ব্যাপারে কথা বলার জন্য আইনজীবী দেবরা অটো রিকশায় করে সকালে তার সিনিয়র আইনজীবীর বাসায় যাচ্ছিলেন। সেসময় শ্যামলী এন আর ট্রাভেলের একটি যাত্রীবাহী কোচ অটো রিক্সাটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন ওই আইনজীবী। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও হোসেন ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে, কুষ্টিয়ার ভেড়ামারায় ড্রাম ট্রাকের সাথে মোটরসাইকেলের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারিন হক রিতু (১৯) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার স্বামী রিমন হোসেন (২৫) পা হারিয়েছেন।

নিহত রিতু ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬দাগ মধ্যপাড়া এলাকার মৃত রাশেদুল হক রতনের মেয়ে।

ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার সময় মোটরসাইকেলে করে স্বামীর সাথে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে রওনা হন রিতু। ভেড়ামারা-কুষ্টিয়া মাহাসড়কের ১২ মাইল এলাকায় পৌঁছলে ঘাতক ড্রাম ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রিতু। গুরুতর আহত স্বামী রিমন হোসেনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, “সড়ক দুর্ঘটনায় ভেড়ামারার ১২ মাইল এলাকায় তারিন হক রিতুর মুত্যু হয়। তার স্বামীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে শুনেছি।”

ঢাকা/কাঞ্চন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়