ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে সড়ক অবরোধ: আন্দোলনে অংশ নেওয়া একজনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৪:২০, ৯ সেপ্টেম্বর ২০২৫
ফরিদপুরে সড়ক অবরোধ: আন্দোলনে অংশ নেওয়া একজনের মৃত্যু

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এই আন্দোলনে অংশ নেওয়া হাবিবুর রহমান হবি (৫৫) নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে হাবিবুর রহমান মারা গেছেন বলে জানান তার স্বজন ও ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ মুন্সি।

আরো পড়ুন:

মারা যাওয়া হাবিবুর রহমান ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের মৃত আজিজ শেখের ছেলে।

এলাকাবাসী জানান, আজ সকালে আন্দোলনে অংশ নেন হাবিবুর রহমান। এসময় প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন।

ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ মুন্সি জানান, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হাবিবুর রহমান মারা যান। পরে তার মরদেহ বাড়িতে নেওয়া হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, একজনের মৃত্যুর খবর শুনেছেন। তিনি বলেন, “মৌখিক তথ্যের ভিত্তিতে হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পারি, একজন মৃত রোগীকে সেখানে নেওয়া হয়েছিল। আমরা এখনো নিশ্চিত নই, তিনি আন্দোলনে ছিলেন কিনা।”

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।

ঢাকা/তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়