ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় মা–মেয়ে হত্যা: কবিরাজ মোবারক হোসেন গ্রেপ্তার 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:৩৪, ৯ সেপ্টেম্বর ২০২৫
কুমিল্লায় মা–মেয়ে হত্যা: কবিরাজ মোবারক হোসেন গ্রেপ্তার 

কবিরাজ মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আরফিন (২৩) ও তার মা তাহমিনা বেগমকে (৪৫) হত্যার ঘটনায় কবিরাজ মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ সাংবাদিকদের গ্রেপ্তারের তথ্য জানান। 

আরো পড়ুন:

পুলিশ সুপার জানান, পালানোর সময় মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকার ‘নেলী কটেজ’ ভবনের দ্বিতীয় তলা থেকে মা–মেয়ের লাশ উদ্ধার হয়। পুলিশের বিশেষ অভিযানে মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের বাসিন্দা। 

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক হোসেন হত্যার দায় স্বীকার করেছেন। ঝাড়ফুঁকের কথা বলে বাসায় ঢুকে সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। মা দেখে ফেলায় প্রথমে তাকে, পরে মেয়েকে শ্বাসরোধে হত্যা করেন।

এদিকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন। টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তারা কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। 
 

ঢাকা/রুবেল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়