খাগড়াছড়িতে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
৩৫ কাঠুরিয়ার হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন।
রাঙ্গামাটিতে হত্যার শিকার ৩৫ কাঠুরিয়ার পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা ও দোষীদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে শহরের শাপলা চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে মানববন্ধন করা হয়।
১৯৯৬ সালের ৪ সেপ্টেম্বর রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সীমান্তবর্তী পাকুয়াখালীর দুর্গম পাহাড়ে ৩৫ বাঙালি কাঠুরিয়া জঙ্গল থেকে কাঠ আনতে গেলে তাদের ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
মানববন্ধনে বক্তারা বলেন, পাকুয়াখালী হত্যাকাণ্ড রাঙামাটি জেলায় ঘটে যাওয়া জঘন্যতম অপরাধ। সাধারণ খেটে খাওয়া বাঙালিদের হত্যা করার প্রায় দুই দশক অতিবাহিত হয়ে গেলেও পরিবারগুলো বিচার পায়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে রেশন প্রদান, যোগ্যতার ভিত্তিতে পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়ার দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলার শাখার সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোকতার হোসেন, পার্বত্য চট্টগ্রাম মহিলা ছাত্র পরিষদের সভাপতি হাসিনা আক্তার ও সাধারণ সম্পাদক জোহরা খাতুন প্রমুখ।
ঢাকা/রূপায়ন/বকুল