বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতা
হবিগঞ্জে আ.লীগ নেতা গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতার মামলার আসামি দিলকুশ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা সংঘটনের অভিযোগের মামলার আসামি দিলকুশ মিয়াকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।
ওসি দীলিপ কান্ত নাথ জানান, শায়েস্তাগঞ্জ থানায় দায়ের করা মামলায় দিলকুশ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দিলকুশ মিয়া উপজেলার শৈলজুড়া গ্রামের মৃত সৈয়দ বক্সের ছেলে এবং উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে।
ঢাকা/মামুন/বকুল