রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ
বিরামপুরে ৪ স্বাস্থ্যকেন্দ্রে ৭৫ হাজার টাকা জরিমানা
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় নিউজপোর্টাল রাইজিংবিডিডটকম-এ ‘বিরামপুরে অনুমোদন ছাড়াই চলছে ২ স্বাস্থ্যকেন্দ্র’ শিরোনামে সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে চারটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থ্য বিভাগের অনুমোদনপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় পেপার না থাকায় এ সব প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিরামপুর স্কয়ার হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার, গ্রামীণ আই এন্ড হেল্থ কেয়ার হাসপাতালকে ৩০ হাজার, মা ও শিশু হাসপাতালকে ১৫ হাজার এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন বলেন, “রাইজিংবিডি অনলাইনে সংবাদ প্রকাশের পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখি। অনুমোদন ছাড়াই স্বাস্থ্যসেবা দেওয়া জনগণের জন্য ঝুঁকিপূর্ণ। এজন্য এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’’
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ঢাকা/মোসলেম/বকুল