ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে আধাবেলা অবরোধের ডাক

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৩, ১০ সেপ্টেম্বর ২০২৫  
খাগড়াছড়িতে আধাবেলা অবরোধের ডাক

ফাইল ফটো

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত (মূল) দুইটি পাহাড়ি সংগঠন বুধবার (১০ সেপ্টেম্বর) খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা ও খাগড়াছড়ি-সাজেক পর্যটন সড়কে আধাবেলা অবরোধের ডাক দিয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক স্বপন চাকমা গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিবৃতিতে স্বাক্ষর করেন, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি মিঠুন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, খাগড়াছড়ির মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলা পাড়ায় পাহাড়ি গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের অভিযোগ করে ঘটনার প্রতিবাদে এবং জড়িত ছয়জন সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবিতে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচি সফল করতে জেলার সব যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানানো হলো।

বিষয়টি নিশ্চিত করে ইউপিডিএফের (মূল) সংগঠক অংগ্য মারমা বলেন, “ইউপিডিএফ নয়, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন অবরোধের ডাক দিয়েছে। অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স, জরুরি সেবার গাড়ি, সংবাদপত্র বহনকারী যানবাহন এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।”

গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টায় ছয়জন সন্ত্রাসী তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করার অভিযোগ করা হয়। পরে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করে। ওইদিনের ঘটনার পর থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে সংগঠন দুইটি।

ঢাকা/রূপায়ন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়