ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাশিয়ানীতে দারিদ্র রোগীরা পেলেন বিনামূল্যে চক্ষু সেবা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ১০ সেপ্টেম্বর ২০২৫  
কাশিয়ানীতে দারিদ্র রোগীরা পেলেন বিনামূল্যে চক্ষু সেবা

গোপালগঞ্জের কাশিয়ানীতে দারিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়েছে। গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের বিশেষজ্ঞ ডাক্তারা রোগীদের চিকিৎসা দেন। পাশাপাশি তাদের বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) ‌‘দৃষ্টি ফিরে পাওয়ার পথ, গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ’ স্লোগানে ব্রাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। উপজেলার ব্রাক কার্যালয়ে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ।

এসময় ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক রাজীব কুমার সরদার, সাউথ ডিভিশনের ডিভিশনাল কোঅর্ডিনেটর মো. জামির আলী, জেলা সমন্বয়ক মো. আব্দুল্লাহ আল ফারুক, কাশিয়ানী ব্রাঞ্চের ম্যানেজার অরুপ দত্ত উপস্থিত ছিলেন।

ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক রাজীব কুমার সরদার জানান, প্রান্তিক জনগোষ্ঠীর যারা অবহেলিত এবং দারিদ্র সীমার নিচে বসবাস করেছেন এমন রোগীদের বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়েছে। এই ক্যাস্পে এক হাজার জনকে বিনামূল্যে সেবা দেওয়া হয়েছে। তাদের বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। 

ঢাকা/বাদল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়