ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে ২৫০টি অবৈধ জাল জব্দ, বাঁধ উচ্ছেদ

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ১০ সেপ্টেম্বর ২০২৫  
ঝিনাইদহে ২৫০টি অবৈধ জাল জব্দ, বাঁধ উচ্ছেদ

ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫০টি নিষিদ্ধ চায়না দোয়াড়ি ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে বিভিন্ন খালে স্থাপন করা ১১টি অবৈধ বাঁধ উচ্ছেদ করা হয়।

আরো পড়ুন:

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সদর উপজেলার বালিয়াডাঙ্গা খাল, পন্ডিতপুর, নবগঙ্গা নদী, বেগবতী নদী, যশাই খাল, নারিকেলবাড়িয়া ও সোনাতনপুর অংশের ঝাপাই খাল, পুটিয়ার বিল, ফটকি নদীর দিঘিরপাড়, বামনআইল ঝাফর বিলসহ কিছু এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২৫০টি নিষিদ্ধ চায়না দোয়াড়ি ও কারেন্ট জাল জব্দ হয়। পরে তা আগুনে পুড়িয়ে ফেলা হয়। বিভিন্ন খালে থাকা ১১টি অবৈধ বাঁধও উচ্ছেদ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বলেন, ‍“দেশি মাছের বিস্তার ও বংশবৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ চায়না দোয়াড়ি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অভিযোগ পাওয়া মাত্রই অভিযান চালানো হবে। নদী ও খালের পানি প্রবাহ ব্যাহত করে এমন সব অবৈধ বাঁধ অপসারণ করা হবে।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়