ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ককটেল মজুদের সময় বিস্ফোরণ, আহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ১০ সেপ্টেম্বর ২০২৫  
ককটেল মজুদের সময় বিস্ফোরণ, আহত ২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ককটেল মজুদ করার সময় বিস্ফোরণে দুইজন আহত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া-ঝুরিপাড়া এলাকায় বিস্ফোরণ ঘটে। আহতরা বর্তমানে রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিস্ফোরণের তথ্য জানিয়েছেন। 

আহতরা হলেন, ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া-ঝুরিপাড়া এলাকার আব্দুল মেম্বারের ছেলে জসিম উদ্দিন এবং গনিপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মাসুম আলী। 

স্থানীয়রা জানান, ইসলামপুরে একটি আম বাগানে মজুদ করার সময় ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে করে জসিম ও মাসুম আহত হয়। পরে তারা গোপনে রাজশাহীতে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি সবাইকে জিজ্ঞাসাবাদ করছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, ‘‘ইসলামপুরে একটি আমবাগানে ককটেল মজুদ রাখতে গিয়ে বিস্ফোরণে দুজন আহত হয়েছে। এ খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে।’’ 

তিনি জানান, আম গাছের কয়েকটি ডাল ঝলছে গেছে। মাটিতে রক্ত পড়ে থাকতে দেখা গেছে। যদিও এ সব আলামত লোপাটে চেষ্টা করা হয়েছে। 

এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে। আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

ঢাকা/শিয়াম/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়