ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসুর ভিপি-জিএস দুজনই বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার ছাত্র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ১০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:০১, ১০ সেপ্টেম্বর ২০২৫
ডাকসুর ভিপি-জিএস দুজনই বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার ছাত্র

ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী দুজনের বাড়ি পার্বত্য চট্টগ্রামে। তারা দুজনই চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত ভিপি মো. আবু সাদিকের (সাদিক কায়েম) বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তবে তার প্রাথমিক শিক্ষা ও কৈশোর কেটেছে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায়।

আরো পড়ুন:

নবনির্বাচিত জিএস এস এম ফরহাদের বাড়ি রাঙ্গামাটির পার্বত্য জেলায়। সাদিক কায়েম ও এস এম ফরহাদ চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন বলে রাইজিংবিডি ডটকমকে তথ্য দিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবু সালেহ মুহাম্দ ছলিমুল্লাহ।

শিক্ষা জীবনে মেধাবী সাদিক কায়েমের জন্ম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তবে তার বাবার ব্যবসা সূত্রে তিনি বড় হয়েছেন খাগড়াছড়ি সদর উপজেলায়। খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাবা ব্যবসা করেন। সাদিক কায়েমের প্রাথমিক শিক্ষা খাগড়াছড়িতেই হয়। তিনি খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। পরে তিনি চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জিএস ফরহাদ পার্বত্য জেলা রাঙামাটির সন্তান। তার জন্ম কাপ্তাই লেক আর সবুজ পাহাড় ঘেরা মাইনি উপজেলায়। মাইনি উপজেলার গাথাছড়া বায়তুশ শরফ মাদ্রাসা থেকে দাখিল পাস করেন তিনি। এরপর ভর্তি হন চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসায়। এই মাদ্রাসা থেকে আলিম পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সালেহ মুহাম্দ ছলিমুল্লাহ জানিয়েছেন, সাদিক কায়েম ও এস এম ফরহাদ এই মাদ্রাসার ভিন্ন ভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। শিক্ষা জীবনে তারা অত্যন্ত মেধাবী শিক্ষার্থী।

এই মাদ্রাসার দুই সাবেক শিক্ষার্থী ডাকসু নির্বাচনে শীর্ষ পদে নির্বাচিত হওয়ায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দিত ও গর্বিত।

ঢাকা/রেজাউল/বকুল   

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়