ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনা বেতার থেকে লুট হওয়া ৪১ গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ১০ সেপ্টেম্বর ২০২৫  
খুলনা বেতার থেকে লুট হওয়া ৪১ গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে গত বছরের ৫ আগস্ট খুলনা আঞ্চলিক বেতার কেন্দ্র থেকে পুলিশের লুট হওয়া ৪১টি গুলি উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতে কেএমপির গোয়েন্দা শাখা নগরীর গল্লামারি লায়ন্স স্কুল এন্ড কলেজের পাশ থেকে তাদের গ্রেপ্তার এবং গুলি উদ্ধার করে।  

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) খোন্দকার হোসেন আহমদ এ তথ্য জানিয়েছেন। 

আরো পড়ুন:

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন শের এ বাংলা রোডের গল্লামারী সংলগ্ন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পাশে অভিযান চালায়। 

সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহমদ জানান, অভিযানে নগরীর নিরালা দিঘিরপাড় এলাকার বাবুলের ছেলে হাসানুর রহমান রাহুল (২২) ও বাগমারা স্কুল গলি রোড এলাকার মিজানুর রহমানের ছেলে শাহরিয়ার রহমান সম্রাটকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত হতে ৭.৬২ চায়নিজ রাইফেলের ৪১ রাউন্ড গুলি এবং চায়নিজ রাইফেলের গুলি ভরার ৪টি চার্জার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় খুলনা বেতার কেন্দ্র থেকে পুলিশের ব্যবহৃত গুলি লুট করে। ওই গুলি বিক্রির জন্য অবৈধভাবে তারা নিজেদের হেফাজতে রেখেছিলেন। 

তিনি আরো জানান, গ্রেপ্তারদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। তাদের হেফাজতে আরো গোলাবারুদ আছে কি-না এবং পুলিশের অস্ত্র-গোলাবারুদ লুটে যোগ দেওয়া অন্যান্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার ও আরো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।  

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়