ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় জামায়াত নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ১১ সেপ্টেম্বর ২০২৫  
বরগুনায় জামায়াত নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি

জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেনের বাড়িতে দুর্ধর্ষ চুরি

বরগুনার বেতাগী উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে বেতাগী পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় জামায়াত নেতার পাঁচতলা ভবনের সব কয়টি তলায় তালা ভেঙে চুরি করে চোর চক্র। 

এসময় বাড়িতে কেউ না থাকায় চোর চক্র চার ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। 

বেতাগী উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন বলেন, “বুধবার সকালে বাড়ির সবাই পাশের এলাকায় স্বজনের বাড়িতে দাওয়াত খেতে যাই। এজন্য বাড়িটি ফাঁকা ছিল। চোর চক্র ফাঁকা বাড়ি পেয়ে তালা ভেঙে সব কিছু নিয়ে গেছে। রাত ১১টার দিকে বাড়িতে এসে দেখি চুরি হয়েছে।”

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে বেতাগী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোর চক্রকে গ্রেপ্তার করতে পুলিশ কাজ শুরু করেছে।

ঢাকা/ইমরান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়