ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ১১ সেপ্টেম্বর ২০২৫  
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মো. ইমন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তারা।

আরো পড়ুন:

নিহত ইমন উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের বাসিন্দা। আহত নুর হোসেন রিফাত (২০) একই গ্রামের আব্দুল হক ডাক্তার বাড়ির আব্দুল হকের ছেলে।  

আহত রিফাতের বড় ভাই রাকিব জানান, ইমন ও রিফাত একসঙ্গে ইলেকট্রিকের কাজ করতেন। আজ সকালে তারা বাড়ি থেকে মোটরসাইকেলে করে ইলেকট্রিক প্লাম্বারের কাজ করতে চৌমুহনী বাজার একালায় যাচ্ছিলেন। ঢাকা-ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুর পোল এলাকায় একটি ট্রাক  মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে তারা সড়কে ছিটকে পড়েন।

এলাকাবাসী গুরুতর অবস্থায় ইমন ও রিফাতকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎ ইমনকে মৃত ঘোষণা করেন। রিফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।  

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, ‍“পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”  

ঢাকা/সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়