ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিআর পদ্ধতির দাবি নিয়ে গোপালগঞ্জে গণ মিছিল-সমাবেশ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ১১ সেপ্টেম্বর ২০২৫  
পিআর পদ্ধতির দাবি নিয়ে গোপালগঞ্জে গণ মিছিল-সমাবেশ

ইসলামী আন্দোলনের গণ মিছিল

প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে গোপালগঞ্জে গণ মিছিল ও সমাবেশে করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয় লঞ্চঘাট এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদারের নেতৃত্বে একটি গণ মিছিল বের করে হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিসিক ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে লঞ্চঘাট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা তসলিম হোসাইন সিকদার, সহ-সভাপতি মুফতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা তসলিম হোসাইন সিকদার বলেন, “সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সবার ভোটের মূল্যায়ন হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আবারো ফ্যাসিস্টের উত্থান ঘটবে।”

তিনি আরো বলেন, “একটি দল চাঁদাবাজী, দখলসহ নানা অপকর্মে লিপ্ত হয়েছে। যার ফলাফল ডাকসু নির্বাচনে প্রভাব পড়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সকলের সমাধিকার নিশ্চিত করা হবে। তাই আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। পিআর পদ্ধতিতে নির্বাচন ঘোষণা করা না হলে আরো কঠোর আন্দোলন করা হবে।”

ঢাকা/বাদল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়