ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালাল কিশোর

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ১১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:০২, ১১ সেপ্টেম্বর ২০২৫
হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালাল কিশোর

গাজীপুরের টঙ্গীতে আটকের পর হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালিয়েছে এক কিশোর। 

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গীর কেরানীরটেক বস্তিতে এ ঘটনা ঘটে। 

পালিয়ে যাওয়া শান্ত কেরানীরটেক বস্তি এলাকার আলালের ছেলে। ছিনতাই, চুরি, মাদকের কারবারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে। 

স্থানীয়রা জানিয়েছেন, ছিনতাই করা একটি মোবাইল ফোন উদ্ধারে টঙ্গীর মাদকের হটস্পট খ্যাত কেরানীরটেক বস্তি এলাকায় অভিযানে যায় টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় বস্তির একটি ঘর থেকে হৃদয় ও শান্ত নামের দুই কিশোরকে আটক করে হ্যান্ডকাফ পরায় পুলিশ সদস্যরা। বিষয়টি টের পেয়ে বস্তির বাসিন্দা কুলসুমের নেতৃত্বে কয়েকজন নারী পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। সেই সুযোগে আসামি শান্ত হ্যান্ডকাফসহ ঘরের পেছনের জানালা দিয়ে পালিয়ে যায়। পরে খোঁজাখুজি করেও শান্তর আর হদিস পাওয়া যায়নি। প্রায় ঘণ্টাখানেক পর ওই বস্তির শীর্ষ মাদক কারবারি কারিমা পুলিশের খোয়া যাওয়া হ্যান্ডকাফটি ফেরত দিয়ে যায়। 

ঘটনার বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেছেন, মোবাইল ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে হৃদয় নামে একজনকে গ্রেপ্তার করতে আমরা সেখানে যাই। সেখানে হৃদয়ের ঘরে ঘুমন্ত অবস্থায় শান্ত নামের অপর একজনকে পাওয়া যায়। এ সময় ছিনতাইকারী সন্দেহে তাকেও আটক করা হয়। কিন্তু, কয়েকজন নারী মব সৃষ্টি করে। একপর্যায়ে শান্ত জানালা দিয়ে পালিয়ে যায়। পরে কারিমা নামে বস্তির এক নারী হ্যান্ডকাফটি উদ্ধার করে আমাদের কাছে ফেরত দিয়ে যায়। এ ঘটনায় নিয়মিত মামলায় গ্রেপ্তার হৃদয়সহ তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহেদুজ্জামান বলেছেন, পালিয়ে যাওয়া আসামি শান্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা/রেজাউল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়