ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে দুই ট্রলারের সংঘর্ষে মুক্তিযোদ্ধা নিহত

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ১১ সেপ্টেম্বর ২০২৫  
বরিশালে দুই ট্রলারের সংঘর্ষে মুক্তিযোদ্ধা নিহত

ফাইল ফটো

বরিশালের বানারীপাড়ায় দুই ট্রলারের সংঘর্ষে আব্দুল মান্নান বেপারী (৮০) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সন্ধ্যা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

আব্দুল মান্নান বেপারী উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের বরাতে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, ‘‘বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বেপারী সন্ধ্যা নদীর পশ্চিম পাড় থেকে ছোট ট্রলারযোগে পূর্বপাড়ের বন্দর বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা বড় ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মান্নান বেপারীসহ কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতাবস্থায় মান্নান বেপারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়