ঝালকাঠিতে বাসচাপায় কৃষি শ্রমিক নিহত
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় মোজাহার শেখ (৫৫) নামের এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড় কৈর্বত্যখালি এলাকায় রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাহার শেখ পিরোজপুর জেলার নাজিরপুর এলাকার মৃত তাহের শেখের ছেলে। তিনি কৃষি জমিতে শ্রমিক হিসেবে কাজ করার জন্য রাজাপুরে আসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী ইসলাম পরিবহন একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে যান।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘‘ঘাতক বাসটি পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’
ঢাকা/অলোক/রাজীব