ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩ কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ১১ সেপ্টেম্বর ২০২৫  
৩ কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

যশোরে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ সঞ্জয় সরকার নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) যশোর–নড়াইল সড়কের দারাজহাট হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।

সঞ্জয় সরকার ফরিদপুর জেলার জয়পাশা উপজেলার বোয়ালমারী থানার ধুলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে।

আরো পড়ুন:

৪৯-বিজিবি ব্যাটালিয়ন জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে বিজিবি। এ সময় সঞ্জয়কে দেখে সন্দেহ হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৮ লাখ ৩১ হাজার ৮০০ টাকা। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও নগদ ২ হাজার ৮৮ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সঞ্জয় জানিয়েছেন, সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়েরের পর সঞ্জয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা/প্রিয়ব্রত/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়