ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় ডোবায় মিলল গলা কাটা মরদেহ

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২৫  
বরগুনায় ডোবায় মিলল গলা কাটা মরদেহ

ফাইল ফটো

বরগুনার বামনায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খোলপটুয়া ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া গ্রামের ঈদগাহ মাঠের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার হয়।

আরো পড়ুন:

নিহতের নাম মো. আজিজুল (২২)। তিনি উপজেলার তালেশ্বর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা বাদল মিয়া জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় দূরে কিছু একটা পানিতে ফেলে দেওয়ার শব্দ শুনতে পান তিনি। সেখানে যাওয়ার পর রাস্তায় রক্ত দেখেন। তার চিৎকার শুনে লোকজন ছুটে এসে ডোবার ভেতর মরদেহ দেখতে পান। এরপর পুলিশ ঘটনাস্থলে যায়।

বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর-রশিদ হাওলাদার বলেন, ‍“আজিজুলকে গলাকেটে হত্যার পর তার অটোরিকশা নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমরা সচেষ্ট আছি।”

পাথরঘাটা-বামনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী জানান, খুনের রহস্য উদঘাটনে কাজ চলছে।

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়