ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ১২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:২০, ১২ সেপ্টেম্বর ২০২৫
শেরপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে পুকুরে ডুবে নাহিদ (১০) নামে এক স্কুলছাত্র মারা গেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) নকলা পৌরসভার পশ্চিম লাভা গ্রামে এ ঘটনা ঘটে।

নাহিদ একই গ্রামের অটোরিকশাচালক নয়ন মিয়ার ছেলে ও স্থানীয় লঙ্গরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরো পড়ুন:

নাহিদের চাচা সাইফুল ইসলাম জানান, জুমার নামাজের পূর্বে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় নাহিদ। পরে তার বন্ধুরা পরিবারের লোকজনকে খবর দেয়। এ সময় একই এলাকার হালিম তাকে পুকুর থেকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/তারিকুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়