দক্ষিণ আফ্রিকায় নিখোঁজ বাংলাদেশির মরদেহ মিলল নিজ দোকানের ফ্রিজে
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কাজী মহিউদ্দিন পলাশ। ফাইল ফটো
দক্ষিণ আফ্রিকায় নিখোঁজের তিনদিন পর নিজ দোকানের ফ্রিজ থেকে কাজী মহিউদ্দিন পলাশ (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত কাজী মহিউদ্দিন পলাশ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাবুয়া গ্রামের বাসিন্দা মরহুম কাজী আমিনুল উল্যাহর ছেলে।
পলাশের ভাই পল্লী চিকিৎসক কাজী আলমগীর জানান, পলাশ প্রায় ১৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত তিনদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোনও বন্ধ ছিল। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে হত্যার বিষয়টি উদঘাটন করে।
তিনি বলেন, ‘‘পলাশ তার ব্যবসা প্রতিষ্ঠানে মালাউই নামক দেশের এক নাগরিককে কর্মচারী হিসাবে রেখেছিলেন। সেই কর্মচারী হাতুড়ি দিয়ে আঘাত করে পলাশকে হত্যা করে। পরে মরদেহ দোকানের ফ্রিজে লুকিয়ে রেখে পালিয়ে যায় সে। অভিযুক্ত কর্মচারী এখনো পলাতক। তাকে ধরতে অভিযান চালাচ্ছে দক্ষিণ আফ্রিকার পুলিশ।’’
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, ‘‘পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে পলাশ ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকা যান। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তার মৃত্যুতে আমরা শোকাহত। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।’’
ঢাকা/সুজন/রাজীব