ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই’

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ১২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২৩:০৩, ১২ সেপ্টেম্বর ২০২৫
‘ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই’

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘‘হাজারো প্রাণের বিনিময়ে দেশের মানুষ ফ্যাসিস্ট থেকে মুক্তি পেয়েছে। নতুন করে অনেকের মধ্যে ফ্যাসিস্ট চরিত্র লক্ষ্য করা যাচ্ছে। এজন্য ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই।’’

শুক্রবার (১২ সেপ্টেম্বর) খুলনার নিউমার্কেট চত্বরে ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া, খুনি ও স্বৈরাচারের দৃশ্যমান বিচার এবং ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দলটির খুলনা মহানগর শাখা এই সমাবেশের আয়োজন করে।

ফয়জুল করীম বলেন, ‘‘চব্বিশের পাঁচ আগস্টের পরে একটি দল নেমেছে হাট-বাজার, বাসস্ট্যান্ড দখল করার জন্য। এরাই দেশকে অতীতে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এ দেশের মানুষ আগামীতে সংসদে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজকে দেখতে চায় না।’’

তিনি আরো বলেন, ‘‘স্বাধীনতার ৫৩ বছরের কোনো নির্বাচন জনপ্রত্যাশা পূরণ করতে পারে নাই। একই ব্যবস্থায় আবারো নির্বাচন হলে আগের জঞ্জাল দূর হবে না। এই বাস্তবতায় পিআর পদ্ধতি একটি কার্যকর সমাধান হতে পারে। তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে।’’

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়