ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বাস্থ্য ক্যাডারে মেহেরপুরের ১১ জন সুপারিশপ্রাপ্ত

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১০:৫১, ১৩ সেপ্টেম্বর ২০২৫
স্বাস্থ্য ক্যাডারে মেহেরপুরের ১১ জন সুপারিশপ্রাপ্ত

সুপারিশপ্রাপ্তদের মধ্যে কয়েকজন চিকিৎসক

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফলে মেহেরপুর জেলা থেকে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে ১১ জন সুপারিশ প্রাপ্ত হয়েছেন। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সরকারী কর্ম-কমিশন (পিএসসি) থেকে ফলাফল ঘোষণা করা হয়। 

মেহেরপুর জেলার সুপারিশপ্রাপ্ত ১১ জনের মধ্যে গাংনী উপজেলা থেকেই রয়েছেন ৯ জন। বাকি দুজন সদর উপজেলা থেকে।

সুপারিশ প্রাপ্তরা হলেন- ডা. সামিয়া সুলতানা, ডা. আবু জার গিফারী, ডা. রুবিয়া খাতুন, ডা. আসিফ হাসান, ডা. নাহিদ হাসান, ডা. ইশতিয়াক হোসেন, ডা. মো. মাহবুবুর রহমান নয়ন, ডা. ওমর ফারুক, ডা. ফারিহা, ডা. সরোয়ার রাব্বি ও ডা. রাসেল রানা।

গত ২০ জুলাই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এতে মোট পাঁচ হাজার ২০৬ জন সাময়িকভাবে উত্তীর্ণ হন। এরমধ্যে সহকারী সার্জন পদে চার হাজার ৬৯৫ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। 

পরে সহকারী সার্জন পদে ২৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে চূড়ান্ত সুপারিশ করা হয়।

ঢাকা/ফারুক/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়