ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় বাসের ধাক্কায় সিএনজির ১০ যাত্রী আহত

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ১৩ সেপ্টেম্বর ২০২৫  
বরগুনায় বাসের ধাক্কায় সিএনজির ১০ যাত্রী আহত

দুর্ঘটনা কবলিত সাকুরা পরিবহনের বাস ও সিএনজি চালিত অটো রিকশা

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীর মানিকঝুড়ি এলাকায় বাসারে ধাক্কায় দুটি সিএনজির ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাসটিকে জব্দ করেছে পুলিশ। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় আমতলী সদর ইউনিয়নের মানিকঝুড়ি এলাকার আক্কাস বয়াতীর বাড়ির সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শামীম (৩৮), আবু সালে (৪০), জেসমিন (৪০), ফেরদাউস (১৮), এনি (২০), আজিজ (৮০), ইউসুফ (৬৫), কালাম (৪০), মোশারফ (৪৫) ও বাবুল (৫০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস আমতলী সদর ইউনিয়নের মানিকঝুড়িতে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে দুটি সিএনজির ১০ জন যাত্রী আহত হন। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত তিনজনকে বরিশাল পাঠানো হয়। এছাড়া অন্যদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে সাকুরা পরিবহনের বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/ইমরান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়