ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৩

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ১৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৫:১৭, ১৩ সেপ্টেম্বর ২০২৫
মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৩

গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে ট্রলারটিতে আগুন ধরে যায়

পটুয়াখালীর মহিপুরে একটি মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জেলে অগ্নিদগ্ধ হয়েছেন। এরমধ্যে জহির হোসেন (৫৫) নামের এক জেলের শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া ট্রলারের পিছনের কিছু অংশ পুড়ে গেছে। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় খাপড়াভাঙ্গা নদীর আলমগীর মৃধার তেলের ঘাটে ফারুক মাঝির ট্রলারে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত জহিরকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপর আহত দুই জেলে শহিদুল (৩০) ও সাইফুল ইসলাম (৩০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ফারুক মাঝি বলেন, “সকালে আমরা সবাই ট্রলারেই ছিলাম। এসময় জহির রান্না করছিল। হঠাৎ পিছন থেকে একটি বিকট শব্দ শুনতে পাই এবং আগুন দেখতে পাই। তাৎক্ষণিক দৌড়ে গিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ট্রলারের বেশি ক্ষয়ক্ষতি না হলেও আমাদের তিন জেলের ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে জহির গুরুতর আহত হয়েছে।” 

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, “অগ্নিদগ্ধ রোগীর শরীরের ৫৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “ফারুক মাঝির নামবিহীন ট্রলারটি খাপড়াভাঙ্গা নদীতে নোঙ্গর করা অবস্থায় ছিলো। সকালে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধ জেলেদের সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”

ঢাকা/ইমরান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়