ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহাসড়কে শব্দদূষণ, চার যানবাহনকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ১৩ সেপ্টেম্বর ২০২৫  
মহাসড়কে শব্দদূষণ, চার যানবাহনকে জরিমানা

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে শব্দদূষণের দায়ে চারটি যানবাহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাগীর উচ্চ বিদ্যালয় এলাকায় জেলা প্রশানের ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আল-মুনতাসির মামুন মনি এ জরিমানা করেন। 

পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঢাকা-আরিচা মহাসড়কে শব্দদূষণকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। শনিবার  জাগীর উচ্চ বিদ্যালয় এলাকায় শব্দদূষণের দায়ে চারটি যানবাহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) ধারা মোতাবেক প্রণীত শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে এ জরিমানা করেন। এ সময় ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। 

তিনি আরো জানান, ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনোয়ারুল ইসলাম। এ সময় জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। 

ঢাকা/চন্দন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়