ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুনারুঘাট থানার ওসি প্রত্যাহার

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ১৩ সেপ্টেম্বর ২০২৫  
চুনারুঘাট থানার ওসি প্রত্যাহার

মো. নূর আলম

হবিগঞ্জের চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর আলম সম্প্রতি ৪ লাখ টাকা চুরির অভিযোগে কনস্টেবল ওয়াসিমের বাসা তছনছ করেছেন। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওসিকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজেদুর রহমান এক আদেশে তাকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছেন।

থানার আবাসিক ভবনে ওসি নূর আলমের বাসা থেকে ৪ লাখ টাকা চুরি হয়। এ বিষয়ে থানার গাড়িচালক ওয়াসিমকে সন্দেহ করেন ওসি। গত ৯ সেপ্টেম্বর তিনি আরো কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে ওয়াসিমের বাসায় তল্লাশি চালান। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে, ওসির বাসার ৪ লাখ টাকার উৎস কী?

ওয়াসিম সাংবাদিকদের বলেছেন, “আমি স্যারকে বলেছি, আমি পুলিশ সদস্য, আপনার টাকা চুরি করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার কারণে আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাব। পরে তিনি আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।”

প্রত্যাহারের পর থেকে ওসি নূর আলমের সরকারি মোবাইল নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। বন্ধ পাওয়া গেছে থানার পরিদর্শকের (তদন্ত) সরকারি মোবাইল নম্বরও।

মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম সালিমুল হক বলেছেন, ওসির টাকা চুরির অভিযোগে ড্রাইভারের বাসা তছনছ এবং ওসির প্রত্যাহারের খবর পেয়েছি। আমি ছুটিতে আছি, তাই নিশ্চিত করে কিছু বলতে পারছি না।

হবিগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি বিশ্বাসযোগ্য সূত্র ওসি প্রত্যাহারের খবরের সত্যতা নিশ্চিত করেছে।

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়