বাসাইলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
টাঙ্গাইলের বাসাইলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক কিশোরীর (১২) মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস রাজশাহী যাচ্ছিল। ওই ট্রেনের ছাদে ভ্রমণ করছিল ওই কিশোরী। পথিমধ্যে ট্রেনের ছাদ থেকে পড়ে ওই কিশোরীর মৃত্যু হয়। স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার।
স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, সে ছিন্নমূল কিশোরী। তার সঙ্গে থাকা ব্যাগে ২০ টাকা পাওয়া গেছে।’’
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন-উর-রশিদ বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’
ঢাকা/কাওছার/রাজীব