রংপুরে তুলার কারখানায় অগ্নিকাণ্ড
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রংপুরে একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটে নগরীর সাতমাথা এলাকায় চায়না হলের পাশে তাসনিয়া তুলা কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী যোদ্দার বলেন, ‘‘আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরো একটি ইউনিট যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন নির্বাপণের কাজ চলছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’’
এদিকে, অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন কারখানার মালিক।
ঢাকা/আমিরুল/রাজীব