ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেনীতে গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ১৪ সেপ্টেম্বর ২০২৫  
ফেনীতে গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার গরু চোর চক্রের ছয় সদস্য

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী থেকে গরু চুরি করে পালানোর সময় চোর চক্রের ছয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। সেসময় তাদের ব্যবহৃত পিকআপ ভ্যান থেকে চারটি গরু উদ্ধার করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।

গ্রেপ্তার ছয় জন হলেন- চৌদ্দগ্রামের গাংরা এলাকার জামান হোমেন মানিক (৫০), দক্ষিণ লাটিমির মো. আরিফুল ইসলাম (৩২), মো. ইয়াসিন (৪৬), সোনাগাজীর চরচান্দিয়া এলাকার আব্দুল কাদের (৩৭), চর খোয়াজ গ্রামের মো. হারুন (৩৫) ও ফুলগাজীর শ্রীপুরের মো. সুলতান আহম্মদ (২৬)।

র‍্যাব জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল মোহাম্মদ আলী বাজারের রনি রেস্টুরেন্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। সেসময় সন্দেহজনক একটি পিকআপকে থামার সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যরা ধাওয়া করে পিকআপ ভ্যানটি আটক করে। সেসময় পিকআপে থাকা ছয় জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, “গ্রেপ্তার আসামিরা গরু চুরির পাশাপাশি একাধিক ডাকাতি মামলার আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছাগলনাইয়া ও ফুলগাজী থেকে গরু চুরির কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত গরু ও জব্দকৃত গাড়িসহ আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/সাহাব উদ্দিন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়