ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্পিডবোট উল্টে নিখোঁজ: ৩ জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ১৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১১:৪১, ১৪ সেপ্টেম্বর ২০২৫
স্পিডবোট উল্টে নিখোঁজ: ৩ জনের মরদেহ উদ্ধার

খালীয়াজুরী থানা

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার ধনু নদে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোট উল্টে শিশুসহ চার জন নিখোঁজ হন। নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর আরও দুজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এ নিয়ে তিন জনের মরদেহ উদ্ধার করা হলো।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ধনু নদের চরপাড়া এলাকায় ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭) ও নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তারের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, এখন পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডুবুরি দল সামিয়ার মরদেহ উদ্ধারে কাজ চলমান রেখেছেন। প্রবল স্রোত ও বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে।

এখন পর্যন্ত আন্ধাইর গ্রামের সামসু মিয়ার মেয়ে সামিয়ার (১১) মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। 

এর আগে শুক্রবার উপজেলার আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী যেতে ইটনা থেকে স্পিডবোটটি ভাড়া করে আনা হয়। বোটে করে বিয়ে বাড়ির ১৫ জন স্বজন ঘুরতে বের হন। সেসময় এ দুর্ঘটনা ঘটে। পণ্যবাহী বাল্কহেডের ধাক্কা থেকে বাঁচতে গিয়ে ডিঙি নৌকার সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় স্পিডবোটটি। এতে পানিতে ডুবে শিশুসহ চার জন নিখোঁজ হন।

ঢাকা/ইবাদ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়