ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্পিডবোট দুর্ঘটনা: নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ১৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:৪৯, ১৪ সেপ্টেম্বর ২০২৫
স্পিডবোট দুর্ঘটনা: নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার

নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার ধনু নদে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোট উল্টে যাওয়ার ঘটনায় আরো এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মরদেহটি ভেসে ওঠে। এ নিয়ে এই ঘটনায় চার জনের মরদেহ উদ্ধার করা হলো।

আরো পড়ুন:

উদ্ধার করা লাশটি হলো আন্ধাইর গ্রামের সামসু মিয়ার মেয়ে সামিয়ার (১১)। এর আগে, গত শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ হয় শিশুসহ চারজন।

খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘‘এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই।’’

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার উপজেলার আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী যেতে ইটনা থেকে স্পিডবোটটি ভাড়া করে আনা হয়। বোটে করে বিয়ে বাড়ির ১৫ জন স্বজন ঘুরতে বের হন। সেসময় এ দুর্ঘটনা ঘটে। পণ্যবাহী বাল্কহেডের ধাক্কা থেকে বাঁচতে গিয়ে ডিঙি নৌকার সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় স্পিডবোটটি। এতে শিশুসহ চার জন নিখোঁজ হন।

ঢাকা/ইবাদ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়