ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অটোরিকশাচালকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, প্রধান আসামি গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০২৫  
অটোরিকশাচালকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, প্রধান আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় রমজান মোল্লা নামের এক অটোরিকশাচালকের চোখ উপড়ে তা আগুনে পুড়িয়ে দেওয়া ও কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি সুমন শিকদারকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার (১৪ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ জেলার মুক্তারপুর বল্লালবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন শিকদার শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা দক্ষিণ থানা এলাকার আলিমুদ্দিন শিকদারের ছেলে।

আরো পড়ুন:

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রমজান মোল্লাকে ফোন করে বাড়িতে ডেকে নেন সুমন শিকদার। পরে পরিকল্পিতভাবে সহযোগীদের সঙ্গে নিয়ে তাকে আটকে নির্যাতন চালানো হয়। এ সময় রমজানের দুই চোখ উপড়ে তা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে চাপাতি দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করা হয়। এ ঘটনায় রমজানের স্ত্রী ইসমোতারা বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলা করেন।

র‍্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, ‘‘‘অটোরিকশাচালকের চোখ উপড়ে তা আগুনে পুড়িয়ে দেওয়া ও কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সুমন শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/আকাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়